আশা করি সবাই ভাল আছেন। আজ আপনাদের মাঝে অরেকটি আর্টিকেল নিয়ে হাজির হলাম। আজ আপনাদের জানাবো চুল(Hair)-ত্বকের(Skin) সৌন্দর্য বাড়াতেও চায়ের ভূমিকা নিয়ে। চা কেবল শরীর(Body) চাঙা করে না পাশাপাশি ত্বক ও চুলের সৌন্দর্য বাড়াতেও ভূমিকা রাখে। রূপচর্চা-বিষয়ক একটি ওয়েবসাইটে প্রকাশিত প্রতিবেদন অবলম্বনে চুল ও ত্বকের যত্নে চা(Tea) পাতার উপকারিতা সম্পর্কে জানানো হল।
চুল-ত্বকের সৌন্দর্য বাড়াতেও চায়ের ভূমিকা
বলিরেখা ও বয়সের ছাপ কমায় চা:
বয়সের আগে অনেকেরই ত্বকে(Skin) বয়সের ছাপ ও বলিরেখা পড়ে যায়। এ সমস্যা কমাতে ঠাণ্ডা চা পাতার ব্যাগ ত্বকে ব্যবহার করুন। এটা চোখের চারপাশের ত্বককে টান টান করে, বলিরেখা কমাতে এটা সবচেয়ে সহজ উপায়। সকালে ঘুম থেকে ওঠার পরে এই পদ্ধতি অনুসরণ করতে পারেন।
চোখের চারপাশের ফোলাভাব:
অনেকেরই সকালে ঘুম থেকে ওঠার পরে চোখের চারপাশে ফোলাভাব দেখা যায়। এই সমস্যার সমাধান করতে ও চোখের চারপাশের বয়সের ছাপ কমাতে ঠাণ্ডা টি ব্যাগ ব্যবহার করুন। এটা চোখের চারপাশের ত্বককে টানটান রাখে ও এর প্রদাহনাশক উপাদান ও মৃদু ক্যাফেইন চোখ ফোলাভাব কমাতে সহায়তা করে।
চুল উজ্জ্বল ও মোহনীয় করে:
‘ব্ল্যাক টি’ চুলে প্রাকৃতিক রং আনে। পাত্রে পানি(Water) দিয়ে চা পাতা দিন। এরপর চুলায় জ্বাল দিয়ে ঘন রং বের হলে নামিয়ে ছেকে নিন। তারপর গোসলের পরে ঠাণ্ডা চা পাতা দিয়ে চুল(Hair) ধুয়ে নিন, এটা চুলকে কালো ও চকচকে করবে। চাইলে এতে মেহেদি যোগ করে চুলের রং বাড়াতে পারেন।
দাগ কমায়:
‘ব্ল্যাক টি’ অ্যান্টিঅক্সিডেন্ট সমৃদ্ধ যা উন্মুক্ত রেডিকেল থেকে রক্ষা করে ও বিষাক্ত(Toxic) উপাদান বের করে দিতে সহায়তা করে। ‘ব্ল্যাক টি’ দাগের ওপরে ব্যবহার করলে এটা দাগ কমাতে সহায়তা করে। তবে, ব্যবহারের আগে খেয়াল রাখতে হবে যেন গরম না থাকে, এতে ত্বকের(Skin) ক্ষতি হবে।
সুস্থ থাকুন, নিজেকে এবং পরিবারকে ভালোবাসুন। আমাদের লেখা আপনার কেমন লাগছে ও আপনার যদি কোনো প্রশ্ন থাকে তবে নিচে কমেন্ট করে জানান। আপনার বন্ধুদের কাছে পোস্টটি পৌঁছে দিতে দয়া করে শেয়ার করুন। পুরো পোস্টটি পড়ার জন্য আপনাকে অনেক ধন্যবাদ।